বুধবার ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ১৩:৩৪
ইমাম রেযা (আঃ)

হাওজা / ইমাম রেযা (আ:) বলেন: প্রত্যেক মানুষের বন্ধু তার জ্ঞান, এবং শত্রু তার অজ্ঞতা, জ্ঞানহীন হওয়া।

মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী

عن الحسن بن الجهم قال:

سمعت الرّضا علیه السّلام یقول: صدیق کلّ امرئ عقله و عدوّه جهله.

জাহামের পুত্র হাসান হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি ইমাম রেযা (আঃ) কে বলতে শুনেছি, প্রত্যেক মানুষের বন্ধু তার জ্ঞান, এবং শত্রু তার অজ্ঞতা, জ্ঞানহীন হওয়া।

(উসুল আল কাফী খন্ড ১ হাদীস নং ৪)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha